মেহেরপুর প্রতিনিধি:
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা হাসপাতাল বাজার প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নাহিদ ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা, বৈষম্যবিরোধী শিক্ষার্থী গাংনী উপজেলা আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বক্তারা ভোটার অধিকার ও গণতান্ত্রিক চেতনা প্রসারে জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন ভোটারদের দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।