মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বিদায় বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ আলীর সভাপতিত্বে বিদায় বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুদ্দোজা। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফয়জুল কবীর, রাসেল হোসেন, রফিকুজ্জামান রেজা, আতিকুর রহমান প্রমূখ।
বিদায় বরণ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুলের স্টিক দিয়ে বিদায় জানানো হয়। এবং নবাগত শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।