মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি মামলার ৪ ভ্যান চোরকে গ্রেফতার করা হয়েছে। এবং ২ টি ব্যাটারী চালিত পাখি ভ্যানসহ অপর ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয় আটককৃতরা হল মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়ার তোয়াজউদ্দিন এর ছেলে আব্দুস সালাম। গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আমিরুল ইসলাম ছেলে জহুরুল ইসলাম।নুরপুর পশ্চিম পাড়ার চাঁদ আলির ছেলে জামারুল আলী এবং মেহেরপুর পোস্ট অফিস পাড়ার জান আলীর ছেলে হাতিম তাই ওরফে শিশির। এ ঘটনায় মেহেরপুর সদর থানার মামলা করা হয়েছে।