গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার রামনগরে প্রতিপক্ষের হামলায় হৃদয় হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বুধবার দুপুর ১২টার দিকে রামনগর বাজারের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় হোসেন চর গোয়াল গ্রামের রিফুজি পাড়ার সাহাদত হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, চর গোয়াল গ্রামের গোরস্থানের প্রবেশ গেট ট্রাক্টরের ধাক্কায় ভেঙে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে রামনগর বাজারে হৃদয় হোসেন গেলে মোটরসাইকেল মেকানিক জান্নাত ও তার সহযোগীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা দ্রুত হৃদয়কে উদ্ধার করে বামন্দী সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা মোটর মেকানিক জান্নাতের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।