মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বিজয় নিশান ক্লাবের উদ্যোগ কোমরপুর ক্রিকেট লীগে আমঝুপি খেলাঘর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার কোমরপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমঝুপি খেলাঘর ২৫ রানে মেহেরপুর-১ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি খেলাঘর ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে জামিরুল ৬২ রান করেন। মেহেরপুর-১ নম্বর ওয়ার্ডের আলিফ ৩টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে মেহেরপুর-১ নম্বর ওয়ার্ড ১৩ ওভারে ১২৫ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে মাহমুদুল্লাহ সর্বোচ্চ ৬০ রান করেন। আমঝুপির ফাইম ৩টি উইকেট দখল করেন। খেলায় জামিরুল ম্যান অব দা ফাইনাল। এবং আলিফ ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন। খেলা শেষে বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির সদস্য মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।কোমরপুর বিজয় নিশান ক্লাবের সভাপতি সোনা গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়নুদ্দিন ময়না, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক,বিজয় নিশান ক্লাবের সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন বিশ্বাস, আব্দুল মাবুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেন্টু।