মেহেরপুর নিউজঃ
মুজিবনগর স্কাউট এর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৫ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়।
মুজিবনগর উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী স্কাউট এর সমাবেশের উদ্বোধন করেন।
বাংলাদেশ স্কাউট মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতি পলাশ মন্ডল বলেন, স্কাউটিংয়ের কার্যক্রম সারা বাংলাদেশে বিস্তার লাভ করেছে।
স্কাউটিংয়ের সদস্যদের বড় গুণ হলো তারা যেকোনো সমস্যা মোকাবেলায় হাতে কলমে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকে। স্কাউট সমাবেশে মুজিবনগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে।