মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাবের উদ্যোগে পিরোজপুর ক্রিকেট প্রিমিয়ার লিগে মেহেরপুর-১ নং ওয়ার্ড জয়লাভ করেছে।
রবিবার পিরোজপুর স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর-১ নং ওয়ার্ড ১ উইকেটে আমঝুপি বয়েজকে পরাজিত করে।টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি বয়েজ ১৫ ওভারে ৮ উইকেটের হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদ্দাম ৮৬ রান করেন। মেহেরপুর-১ নং ওয়ার্ডের সাগর ৩টি উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে মেহেরপুর-১নং ওয়ার্ড ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সাগর ৮৭ রান করেন। আমঝুপির রাজু ৩টি উইকেট দখল করেন। বিজয়ী দলের সাগর ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। খালেদ হাসান মুন্না ও এলেক মিয়া উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।