মেহেরপুর নিউজ:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আগামীকাল সোমবার মেহেরপুর আগমন উপলক্ষে মেহেরপুরে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্দানে বাংলাদেশ খেলাফত মজলিসের এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস মেহেরপুর জেলা শাখার সভাপতি মুফতি হোসেন আহামাদ ব্রিফিং করেন। এ সময় বাংলাদেশ খেলাফত মেহেরপুর জেলা শাখা সাধারণ সম্পাদক মুফতি মিনারুল ইসলাম, সহ-সভাপতি মুফতি সাদিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পদক সাব্বির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রিফিং এ জানানো হয় সোমবার সন্ধ্যার পর মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান মফিজুর রহমান মুক্ত মঞ্চে বাংলাদেশ খেলাফত আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় মজলিসের আমির মাওলানা মামুনুল হক।কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ সফর সঙ্গী থাকবেন বলে জানানো হয়।