মেহেরপুর নিউজ:
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মেহেরপুরে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাইবার সিকিউরিটি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিল খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, জেলা নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ প্রমুখ ।