মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাবের উদ্যোগে পিরোজপুর প্রিমিয়ার ক্রিকেট লীগে দরবেশপুর একাদশ জয়লাভ করেছে।
সোমবার পিরোজপুর মাঠে অনুষ্ঠিত খেলায় দরবেশপুর একাদশ ৯৫ রানের বিশাল ব্যবধানে আনন্দবাস একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে দরবেশপুর একাদশ ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে রনি সর্বোচ্চ ৪৭ রান করেন। আনন্দবাসের পক্ষে তৌফিক ও পিয়াস দুটি করে উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে আনন্দবাস একাদশ ১১ ওভারে ৮৭ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সাব্বির ১৬ রান করেন। দরবেশপুরের রনি ও শাকিল দুটি করে উইকেট লাভ করেন। বিজয়ী দলের রনি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। জনতা ক্লাবের রাসেল হোসেন ও এলেক মিয়া ম্যান অব দ্যা ম্যাচে পুরস্কার তুলে দেন।