মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে, মেহেরপুর জেলা পর্যায়ে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর জেলা পর্যায়ে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়। জেলা শিক্ষা অফিসার হযরত আলী দিন ব্যাপী অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন। মেহেরপুর জেলা তিনটি উপজেলার অ্যাথলেটিক্স বিজয়ীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, হাসনাইন করিম,ফারহা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস, আব্দুল মাবুদ প্রমুখ উপস্থিত ছিলেন।