মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে চকশ্যানগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চক শ্যামনগর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এ কে মোটরসের ব্যবস্থাপক ফিরোজ, বসুন্ধরা ফার্নিচারের খালেকুজ্জামান, মুন, মিন্টু সেলিম, তৌফিক, আতিয়র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় সেখানে ট্রফি উন্মোচন করা হয়।
টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে।উদ্বোধনী খেলায় চাঁদবিল শুভ সূচনা করেছে। খেলায় চাঁদবিল একাদশ ১০ উইকেটে রামনগর ক্রিকেট একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে রামনগর ১৩ ওভারে ৮৫ রান করে সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে চাঁদবিল ৫ ওভারে কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।