মেহেরপুর নিউজঃ
আজ শুক্রবার মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের সকল রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৭০৬ জন ভোটারের মন জয় করতে ১৯ টি পদে দুটি প্যানেলে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরমধ্যে দিপু-সোহেল পরিষদে ১৯ জন,মিরন-সহিদুল পরিষদে ১৯ জন এবং মেহেদী হাসান মিলন এককভাবে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ৮ টি বুথে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
দিপু-সোহেল পরিষদে সভাপতি পদে মনিরুজ্জামান দিপু (সাইকেল) প্রতীক।সাধারণ সম্পাদক পদে সোহেল আহমেদ (হরিণ) প্রতীক। সহ-সভাপতি পদে মুস্তাফিজুর রহমান টোটন (গরুর গাড়ি) প্রতীক। শাহিন মল্লিক (মই) প্রতীক। সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে ইবনে সাদাত তুষার (ফুটবল) প্রতীক। যুগ্ম সম্পাদক পদে আলমগীর বাদশা শিলটন (গোলাপ ফুল) প্রতীক। সাংগঠনিক সম্পাদক পদে সাহিনুল ইসলাম শাহীন (তালা চাবি) প্রতীক। কোষাধক্ষ পদে কামাল হোসেন (খেজুর গাছ) প্রতীক। দপ্তর সম্পাদক পদে শফিউল আলম শিল্টু (মোবাইল ফোন) প্রতীক।প্রচার সম্পাদক পদে সাইদুর রহমান সাঈদ (কবুতর) পতীক। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুজ্জামান জনি ( প্রজাপতি) প্রতীক। ধর্ম বিষয়ক সম্পাদক পদে হারুনুর রশিদ হীরা (মিনার) প্রতীক। সাংস্কৃতিক নাট্য সম্পাদক পদে রেমিম (কুলা) প্রতীক। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে সাইদুজ্জামান খান রানা (কাপ প্রিচ)প্রতীক। এবং নির্বাহী সদস্য পদে মিজানুর রহমান মিল্টন (সিলিং ফ্যান) প্রতীক। রকিব হোসেন (ট্রাক) প্রতীক। হামিদুল ইসলাম (ক্রিকেট ব্যাট) প্রতীক। ওবায়ুল ইসলাম ভোটন (টিউবয়েল)। প্রতীক। এবং রাজন আহমেদ (কলস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে মিরন-সহিদুল পরিষদের সভাপতি পদে আবু ইউসুফ মিরন (ছাতা)প্রতীক। সাধারণ সম্পাদক পদে সাহিদুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীক। সিনিয়র সহ-সভাপতি পদে বাবলু রহমান (টেলিভিশন) প্রতীক। সহ-সভাপতি পদে রায়হান কবীর (দেওয়াল ঘড়ি) প্রতীক।সিনিয়র যুগ্ম সম্পাদক পদে তাজুল ইসলাম (মাছ) প্রতীক। যুগ্ম সম্পাদক পদে মানিক হোসেন (এরোপ্লেন) প্রতীক। সাংগঠনিক সম্পাদক পদে শামসুল আজম লিন্টু (হাতপাকা) প্রতীক। কোষাধক্ষ্য পদে সাইদুজ্জামান রিপন (হারিকেন)। প্রতীক। দপ্তর সম্পাদক পদে আব্দুস সালাম (কুঁড়েঘর) প্রতীক। প্রচার সম্পাদক পদে এস এ খান শিলটু ( বাস) প্রতীক। ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমামুল হক (ডান) প্রতীক। ধর্ম বিষয়ক সম্পাদক পদে আব্দুল লতিফ (ফুলদানি) প্রতীক। সাংস্কৃতিক ও নাট্য সম্পাদক পদে ইমাদুল ইসলাম (চশমা) প্রতীক। গ্রন্থনা প্রকাশনা সম্পাদক পদে মাকসুদুর রহমান রুমন (বই) প্রতীক। নির্বাহী সদস্য পদে জয়নাল আবেদিন (হাঁস) প্রতীক। হামিদুল ইসলাম (বালতি) প্রতীক। আব্দুল জাব্বার (ঘোড়া) প্রতীক। নাজমুল ইসলাম (আনারস)প্রতীক। এবং রবিউল ইসলাম (পানির বোতল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অপর প্রার্থী মেহেদী হাসান মিলন (চেয়ার) প্রতীক নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন।