মেহেরপুর নিউজ:
ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক, সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে, “মার্চ ফর জাস্টিস” কর্মসূচি এবং মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদল উদ্যোগে বৃহস্পতিবার সকালের দিকে স্মারকলিপি প্রদান করা হয়। মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিরের নেতৃত্বে জেলা বিএনপি কার্যলয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর সরকারি কলেজে গিয়ে শেষ করা হয়। পরে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে এম নজরুল কবিরের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজন, সাংগঠনিক সম্পাদক এম এ সাঈদ, দপ্তর সম্পাদক মোঃ লিজন আলী, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন, সদস্য সচিব তামিম হোসেন সহ ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।