গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় হাড়িয়াদহ দক্ষিণপাড়া জামে মসজিদে সভার আয়োজন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর হাড়িয়াদহ ওয়ার্ড জামায়াত।
সভায় সভাপতিত্ব করেন হাড়িয়াদহ ওয়ার্ড জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম। সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি কাজী মাে: রুহুল আমীন। রাইপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনােয়ার হােসেন এর সঞ্চালনায়- সভায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার মাে : রবিউল ইসলাম, জেলা জামায়াতের সূরা সদস্য ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাে : নাজমুল হুদা,গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের হাড়িয়াদহ ইউনিট সভাপতি মাে: সহরুদ্দীন,সেক্রেটারি গাইসুল আজম,জামায়াতের হাড়িয়াদহ মধ্যেপাড়া ইউনিট সভাপতি মাে : খলিলুর রহমান,সেক্রেটারি মাে : তােফাজ্জেল হােসেন, উত্তরপাড়া ইউনিট সভাপতি মাে : আকবর হােসেন,সেক্রেটারি মাে : ফারুক হােসেনসহ জামায়াতের কর্মী-সমর্থকেরা।