মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষার ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা পর্যায়ে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ছেলেদের ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারি টেকনিকাল স্কুল এন্ড কলেজকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বহিষ্কার করে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। জানা গেছে নিয়মবহির্ভূত ভাবে অখেলোয়াড়কে ফাইনালে খেলানোর অভিযোগে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে বহিষ্কার করে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।