মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের উদ্যোগে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উত্তর শালিকা গ্রামে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ একর জমি উদ্ধার করে আশ্রয়ন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে এ উদ্ধার অভিযান চালানো হয়। জানা গেছে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের শামসুদ্দিনের ছেলে ওমর আলী উত্তর শালিকা মৌজার এসএ ও আরএস ১ নং খাস খতিয়ানভুক্ত ৩ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোগ দখল করে আসছিল। রবিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন আনসার ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণের সহায়তায় অবৈধ দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক মুল্য প্রায় ৩ কোটি টাকা। পরে উদ্ধার শেষে আশ্রয়ন প্রকল্পের ঘরের কাজ শুরু করা হয়।