মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতির উদ্যোগে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে অ্যাথলেটিক প্রতিযোগিতা শুরু হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়।মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ,উচ্চ লাফ, লৌহবল নিক্ষেপ, চাকতী নিক্ষেপ, বর্ষা নিক্ষেপসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জোন পর্যায়ের বিজয়ীরা সদর উপজেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।