মেহেরপুর নিউজ:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা পর্যায়ে ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর মেহেরপুর স্টেডিয়াম মাঠে ভলিবল এবং সদর উপজেলা ব্যাডমিন্টন কোর্টে ব্যাডমিন্টন খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনডিসি সাজিদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতামুল হক,মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রকিব উদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।