মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বিজয় নিশান ক্লাবের উদ্যোগ ৮ম কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টে শিবপুর একাদশ ৪র্থ দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
শুক্রবার বিকালে কোমরপুর মাঠে অনুষ্ঠিত ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলায় শিবপুর একাদশ ৮ উইকেটে গেভীপুর ভৈরব ক্লাবকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গোভীপুর ভৈরব ক্লাব ১৩.৩ ওভারে ১১৮ রান করে সবাই আউট হয়ে যায়। আজমির দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন। শিবপুর একাদশের পক্ষে সোয়েব ৪ টি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে শিবপুর একাদশ ৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় । দলের পক্ষে হাবিব ৬৩ রান করে। মালেক ২ টি উইকেট লাভ করেন। খেলাই হাবিব ম্যান নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুুরস্কার তুলে দেওয়া হয়। আজিবর গাইন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। টুর্নামেন্ট কমিটির সদস্য সেন্টু, মফিজুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।