মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মে:
আজ সোমবার জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১/মৌসুমে উফশী আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহান আরা বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা খামার বাড়ির খাদ্য শস্য উইং-এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সত্যরঞ্জন সরকার। বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শেখ আমিনুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস,এম নূর উদ্দীন আবু আল-হালিম। উদ্বোধনী দিনে মেহেরপুর পৌরসভার ৫০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরন করা হয়। ধারাবাহিকভাবে জেলায় মোট ১ হাজার ৫৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫কেজি ধান বীজ, ১৬ কেজি ইউরিয়া, ১০ কেজি ডি,এ,পি ও ১০ কেজি এম,ও,পি সার বিতরন করা হবে বলে কর্ততৃপক্ষ জানান।