মেহেরপুর নিউজ:
মেহেরপুর জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠে জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক এডভোকেট মিয়াজান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মজিবর রহমানসহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সেখানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।