মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রনি আলম নুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এর আগে জাতীয় সঙ্গীতে সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন।এসময় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্টের ছেলেরা কুচকাজ প্রদর্শন করে।অতিরিক্ত জেলা প্রশাসক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে ক্রীড়াবিদদের শপথ এবং মশাল প্রজ্বলন করা হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল হক, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সুশীল কুমার চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক শ্রীবাস, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান,আব্দুস সালাম, নাসির উদ্দিন,সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।