মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনীতে যুবদল নেতা আলমগীর হোসেনকে হত্যার রহস্য উদঘাটন হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানাে হয়েছে । আসামীদের স্বীকারােক্ততে জানা যায়, পাওনা টাকার বিরোধ নয়, দলীয় ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে আলমগীরকে হত্যা করা হয়। এমনটি বলছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মাকসুদা আখতার খানম এ তথ্য জানান। তিনি বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট” এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো-মেহেরপুর জেলার গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের রইচ উদ্দীনের ছেলে রবিউল ইসলাম বিপ্লব (৩৬), পৌর এলাকার বাঁশবাড়ীয়া গ্রামের পশ্চিমপাড়ার আব্দুল আওয়ালের ছেলে মাফিকুল ইসলাম মাফি (৩৯),গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের কােদাইলকাটি গ্রামের জমাত আলীর ছেলে আলমগীর হােসেন (৪০),একই ইউনিয়নের মিনাপাড়া গ্রামের মিনারুল ইসলামের ছেলে জনি ইসলাম (২০) ও একই গ্রামের লােকমান ইসলামের ছেলে হাসিবুল ইসলাম (২১) এবং মেহেরপুর সদর উপজেলার ট্যাংগার মাঠ গ্রামের মৃত হযরত আলীর ছেলে শফিকুল ইসলাম শফি( ৪২)।
পুলিশ সুপারের তথ্য মতে, নিহত আলমগীর হোসেন ছিল গাংনী পৌর এলাকার (১নম্বর বাঁশবাড়ীয়া) ওয়ার্ড যুবদলের সভাপতি। বেশ কয়েক বছর প্রবাসে থাকার কারণে ওই ওয়ার্ডের বাসিন্দা মাফিকুল ইসলাম মাফি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিল। পরে দেশে ফিরে আলমগীর পূনরায় রাজনীতিতে সক্রিয় হয়। এতে মাফি পদ হারানোর শঙ্কায় পড়ে। অন্যদিকে, আসামি রবিউল ইসলাম বিপ্লব গাংনী পৌর যুবদলের সম্পাদক পদে নির্বাচন করার জন্য আলমগীরের সমর্থন চেয়েছিল । কিন্তু আলমগীর তাকে সমর্থন না করায় উভয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। আলমগীরের জনপ্রিয়তার কারণে তাকে সভাপতি পদ থেকে সরানো কঠিন হয়ে পড়েছিল । এ কারণেই তাকে হত্যা করার পরিকল্পনা করে মাফি ও বিপ্লব। বিপ্লবের উদ্দেশ্যে ছিল আলমগীরকে হত্যার পর তার স্থলে মাফিকে বাঁশবাড়ীয়া ওয়ার্ড যুবদলের সভাপতির আসনে বসানাে। মাফিকে ওই ওয়ার্ডের সভাপতি বানাতে পারলেই,বিপ্লব গাংনী যুবদলের সভাপতি পদের জন্য মাফির ভােট পাবে।
উল্লেখ্য,গত ২ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯ টার দিকে জেলার গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়ীয়া-কামারখালী গ্রামের মধ্যেবর্তি ইছাখালীর মাঠ থেকে বাঁশবাড়ীয়া গ্রামের মঈনুদ্দীনের ছেলে ও বাঁশবাড়ীয়া ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হােসেনের লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশ। এর আগের দিন বুধবার বিকেলে সে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখােঁজ হয়। পরের দিন বৃহস্পতিবার সকালে মাঠের কৃষকরা এলােপাতাড়ি কুপানাে ও গলাকাটা একটি লাশ পড়ে থাকতে দেখে,পুলিশকে খবর দেয়। পরে লাশটি সনাক্ত হয়।