মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকায় চ্যাম্পিয়ন, রানারআপ, শ্রেষ্ঠ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলরক্ষকদের নাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রনি আলম নুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সিয়াম। পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়