মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় ফুটবল অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট (বালিকা) তে মুজিবনগর উপজেলা উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেহেরপুর পৌর একাদশে ৪ জন ব্যতীত সকল খেলোয়াড়কে অবৈধ হিসেবে খেলানোর অভিযোগে প্রতিপক্ষ মুজিবনগর একাদশকে ২-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়।
খেলায় পৌর একাদশের গোলরক্ষক সুস্মিতা সেরা গোলরক্ষক, মুজিবনগর উপজেলা একাদশের মোহনা সেরা খেলোয়াড় এবং সুমাইয়া সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন।