মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুরের উন্নয়ন সংক্রান্ত সৃজনশীল কাজে (ফ্রিল্যান্সিং) আইসিটি বিষয়ক যুব সমাবেশ ও তারুণ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনাতনে এ সমাবেশ হয়। ,মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম. ওবায়দুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পিপিএম) মাকসুদা আখতার খানম।
স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আইসিটি অফিসার সুব্রত কুমার বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আরিফ হোসেন তালুকদার।