মেহেরপুর নিউজঃ
মেহেরপুর শহরের বেড়পাড়া মন বলাকা ক্লাবের উদ্যোগে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে মেহেরপুর পৌর কলেজ মাঠে এ প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। মন বলাকা ক্লাবের সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশের মধ্যকার খেলায় জুনিয়র একাদশ জয়লাভ করে। খেলায় জুনিয়র একাদশ ২ উইকেটে সিনিয়র একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করেছেন সিনিয়র একাদশ ৪০ ওভারে ২১৫ রান করে সবাই আউট হয়ে যায়।রাশেদ দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করে। জুনিয়র একাদশের রুবেল ৪ টি উইকেট দখল করে।
জবাবে খেলতে নেমে জুনিয়র একাদশ ১ ওভার হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যাই। দলের পক্ষে আশিক সর্বোচ্চ ৭০ রান করেন। সিনিয়র একাদশের আশিক দুটি উইকেট লাভ করেন। এদিকে এর আগে মন বলাকা ক্লাবের সভাপতি জাহিদুর রহমান জুম্মন খেলার উদ্বোধন করেন। এসময় তিনি উভয় দলের খেলোয়াড়দের পরিচিতি হন।