মেহেরপুর নিউজ:
তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষ কর্মশালার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নূর।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান,উপজেলা প্রকৌশলী মোঃ সাব্বিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ)আব্দুল মালেক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশিক রাব্বি , হাসনাত জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর সরকারি কলেজের মোঃ সহযোগী অধ্যাপক ফুয়াদ খান।