মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট টিমের উদ্যোগে, যতারপুর মাঠে অনুষ্ঠিত মরহুম মওলা বক্স (বেবি) চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে রুয়ের কান্দী (গাংনী) জয়লাভ করেছে।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত খেলায় রুয়ের কান্দী(গাংনী) ৩৭ রানে পিরোজপুর একাদশকে পরাজিত করে। টস জিতে রুয়ের কান্দীর অধিনায়ক ব্যাটিং এর সিদ্ধান্ত নেই। প্রথমে ব্যাট করতে নেমে রুয়ের কান্দী ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে।দলের পক্ষে আপন ৫৪ রান করেন। জবাবে খেলতে নামে পিরোজপুর ১৩.২ ওভারের ১০ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে জুয়েল ৩৮ রান করেন।
রুয়ের কান্দীর সাজু ৫ টি উইকেট লাভ করে।খেলায় আপন ম্যান অব দ্যা ম্যাচ এবং সাজু গেম চেঞ্জার এর পুরস্কার লাভ করেন। এবং অপারাজিত দলের সেরা খেলোয়ার নির্বাচিত হয় সানী।মেহেদী হাসান,মিনারুল ইসলাম,রশিদুল ইসলাম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। তানভীর এবং রিমন ও আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।