মেহেরপুর নিউজ:
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তান শেখ মেজবাহ উদ্দিন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মশিউর রহমান, হাসনাত জামান সৈকত, নাগরিক কমিটির সদস্য ,মাহমুুদল হাসান প্রমুখ।