মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বিজয় নিশান ক্লাবের উদ্যোগে কোমরপুর মাঠে অনুষ্ঠিত কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর-১ নং ওয়ার্ড জয়লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর-১ নং ওয়ার্ড ৪৫ রানে ঝিনাইদহের শ্যামকুড় একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর-১ নং ওয়ার্ড ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান করেন। দলের পক্ষে রাজবা ৩৬, শিলন ৩৩ এবং নাদিম ২২ রান করেন।ঝিনাইদহের শ্যামকুড় একাদশের নাসিম ৩টি, জুলহাস ২ টি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে ঝিনাইদহের শ্যামকুড় একাদশ মেহেরপুর-১ নং ওয়ার্ডের নাদিমের বিধ্বংসী বোলিং মুখে ১৪ ওভার ৯ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিলন সর্বোচ্চ ৪০ রান করেন। মেহেরপুর-১ নং ওয়ার্ডের নাদিম ৩ ওভার বল করে ৪টি উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপে ধ্বস নামান।
বিজয়ী দলের নাদিম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। মেহেরপুর সজীব স্পোর্টস পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেয়া হয়। সানোয়ার হোসেন সেন্টু উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এর আগে মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ময়নদ্দিন ময়না, কোমরপুর বিজয় নিশান ক্লাবের সভাপতি সোনা গাইন, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন বিশ্বাস খেলোয়ারদের সাথে পরিচিত হন।