মেহেরপুর নিউজঃ
মরহুম মাওলা বক্স (বেবি) চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে।মেহেরপুর-২ নম্বর ওয়ার্ড জয়ী
মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট টিমের উদ্যোগে, যতারপুর মাঠে মরহুম মাওলা বক্স (বেবি) চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর-২ নম্বর ওয়ার্ড জয় লাভ করেছে।
শুক্রবারে বিকালে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর-২ নম্বর ওয়ার্ড ১০৬ রানে কোলা ইলেভেন স্টারকে পরাজিত করে। টস জিতে কোলা ইলেভেন স্টারের অধিনায়ক মেহেরপুর-২ নম্বর ওয়ার্ডকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর-২ নম্বর ওয়ার্ড সোহাগ, লিজন এবং নাদিমের ব্যাটিং নৈপূণ্যে ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে।
দলের পক্ষে সোহাগ ৯০, লিজন ৪৬, নাদিম ৪৪ এবং রায়হান ৩৬ রান করেন। জবাবে খেলতে নামে কোলা ইলেভেনস্টার ১৩ ওভারের ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে তাসিম সর্বোচ্চ ৪৩ রান করেন। মেহেরপুর-২ নম্বর ওয়ার্ডের রনজয় ২টি উইকেট লাভ করে।
খেলায় সোহাগ ম্যান অফ দ্যা ম্যাচ এবং রনজয় গেম চেঞ্জার এর পুরস্কার লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। আমেরিকা প্রবাসী মোস্তফা কামাল ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় আমেরিকা প্রবাসী শাহজাহান বিশ্বাস আকামত, আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।