মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালককে গাংনী উপজেলা চ্যাম্পিয়ন রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ (১-১) গোলে মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময় খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকায় শেষ পর্যন্ত টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। খেলায় দ্বিতীযার্ধের ১২ মিনিটের মাথায় রুমি গোল করে রামনগরকে এগিয়ে নেন। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট পূর্বে বলিয়ারপুরের ইয়ামিন গোল করে খেলার সমতা ফেরান। বাকি সময় আর কোন গোল না হওয়ায় টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। এতে রামনগরের পক্ষে সাজিম, তামিম, সাদিকুল ও আরাফাত একটি করে গোল করেন।
বলিয়ারপুর এর পক্ষে নাফিজ, সোহাগ ও নিফাজ একটি করে গোল করেন।খেলায় রামনগরের রুমি সর্বোচ্চ গোলদাতার এবং আরাফাত সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। এর আগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন ফাইনাল খেলার উদ্বোধন করেন।