মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান অন্যত্র বদলী হাওয়াই তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার দুপুরের দিকে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি মেহেরপুর সদর উপজেলা সভাপতি শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর সদর উপজেলা সাধারণ সম্পাদক মীর সাদিক, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান হীরা, প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান, শাহানাজ পারভিন প্রমুখ।পরে বিদায়ী সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক ইয়াছনবী।