মেহেরপুর নিউজ:
খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদ ও মেহেরপুর জেলা শাখার সম্মেলন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদের সভাপতি মাওলানা মুস্তাক আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুফতি গোলাম রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান, শিক্ষা সচিব আনোয়ার হোসেন, জাবির হোসাইন, মুফতি আবু বক্কর প্রমূখ। পরে সেখানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।