মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ মেহেরপুরের মুজিবনগর থানা, বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়, রতনপুরে অবস্থিত সাধু পিতরের গীর্জা,মুজিবনগর উপজেলা ভূমি অফিস এবং পল্লী সঞ্চয় ব্যাংকের আওতায় পরিচালিত মানিকনগর আমার বাড়ি আমার খামার সমিতির কর্মসূচি পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ মুজিবনগর থানা, বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় রতনপুরে অবস্থিত সাধু পিতরের গীর্জা,মুজিবনগর উপজেলা ভূমি অফিস এবং পল্লী সঞ্চয় ব্যাংকের আওতায় পরিচালিত মানিকনগর আমার বাড়ি আমার খামার সমিতির কর্মসূচি পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জেলা প্রশাসকের সাথে ছিলেন।