গাংনী প্রতিনিধি :
মেহেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব সদস্যরা। আটক মহিদুল মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের বরকত আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর থেকে কুষ্টিয়া গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।র্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার এনামুল হকের নেতৃত্বে র্যাবের একটিদল তাকে আটক করে।
ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ এনামুল হক জানান, মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে এক ব্যক্তি গাঁজা নিয়ে যাচ্ছে এমন গােপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় বাসটিকে গতিরােধ করা হয়। এসময় বাসে তল্লাশি চালিয়ে ব্যাগে রাখা ৫কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। আসামি ও উদ্ধারকৃত আলামত আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।