মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা এতে সংগীত, নৃত্য পরিবেশন করেন। জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, রনি আলম নুর, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মূয়ীদুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম, আবীর হোসেন, সাজেদুল ইসলাম, তানজিনা শারমিন দৃষ্টি প্রমুখ উপস্থিত ছিলেন।