মেহেরপুর নিউজ:
শেষ ২ ম্যাচে অধিনায়ক টসজিতে প্রথমে ব্যাট করতে নেমে অনু ৯৬+৭৬ এর পর ফাইনালেও টসজিতে প্রথমে ব্যাট করতে নেমে সেই অনু যখন কোন রান না করে সাজ ঘরে। আগের দিনে ৪৯ এ আউট হওয়া সোহাগ ২ এবং আগের দিনে ৬ বলে ২২ রান করা নাদিম মাত্র ৮ রান করে আউট হয়ে তাবুতে ফেরত যায় তখন দলীয় রান কতোদুর গিয়ে থামবে তা দেখে অনুমান করা খুব কঠিন ছিলনা। শেষ পর্যন্ত হলোও তাই। ১২.৪ ওভারে শেষ পর্যন্ত মাত্র ৮৯ রান করে থামতে হলো ২ নম্বর ওয়ার্ডকে।
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের সমীকরণ ছিল এটি। খেলায় ৯ নং ওয়ার্ড ৭ উইকেটের বড় ব্যবধানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রথম রাউন্ডের শেষ এবং সেমিফাইনালের ন্যায় ফাইনালেও টস জিতে ২ নম্বর ওয়ার্ড ব্যাট করতে নামে। দলের টপ অর্ডারের ব্যাটসম্যানরা যখন স্বল্পরানে সাজ ঘরে ফিরে যাই, তখন ডায়ান দলের রানের চাকা কিছুটা সচল রেখে শেষ পর্যন্ত তিনি সর্বোচ্চ ৩১ রান করে আউট হয়ে গেলে ২ নম্বর ওয়ার্ড শেষ পর্যন্ত ১২.৪ ওভারে মাত্র ৮৯ রান করে সবাই আউট হয়ে যায়। ৯ নম্বর ওয়ার্ড অনিমেষ এবং রাশেদ তিনটি করে এবং রকি দুটি উইকেট নিয়ে প্রতিপক্ষে ব্যাটিং লাইনে ধ্বস নামান। মাত্র ৯০ রানের সহজ জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৯ নম্বর ওয়ার্ড ৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে দলের জয় নিশ্চিত করেন। দলের পক্ষে আসিক ৩৩ এবং লিজন (অপঃ) ২৫ রান করেন। ২ নম্বর ওয়ার্ডের সোহাগ ও রণজয় ২টি করে উইকেট লাভ করেন।
প্রথম রাউন্ডের শেষ খেলায় দুই নম্বর ওয়ার্ড ১৫ ওভারে ২৪০ এবং সেমিফাইনাল খেলায় ২ নম্বর ওয়ার্ড ১৫ ওভারে ১৭৪ রান করলেও ফাইনালে সেই ২ নম্বর ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ডের বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করে মাত্র ৮৯ রান সংগ্রহ করে। খেলায় রাসেদ ম্যান অব দ্যা ম্যাচ এবং ২ নাম্বার ওয়ার্ডের অধিনায়ক অনু ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হন। এর আগে মেহেরপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস ফাইনাল খেলার উদ্বোধন করেন। এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।