মেহেরপুর নিউজঃ
অবৈধভাবে সার মজুদ করে রাখা এবং অতিরিক্ত দামে সার বিক্রি করার অভিযোগে ওবায়দুল্লাহ নামের এক ব্যবসায়ীর নিকট থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামে মোবাইল কোর্ট বসিয়ে ব্যবসায়ীট নিকট থেকে জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, অবৈধভাবে সার মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করার পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য সার বিক্রি করছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মূয়ীদুর রহমানের নেতৃত্বে
চাঁদপুর গ্ৰামের সার ব্যবসায়ী ওবাইদুল্লাহ’র গুদাম ঘরে অভিযান চালান। খবর পেয়ে ওবায়দুল্লাহ তার দোকানে তালা ঝুলিয়ে পালিয়ে যাই। এর আগে স্থানীয় কৃষকরা দুটি ভ্যান বোঝায় সার আটকে রাখে। পরে খবর দিয়ে ব্যবসায়ী ওবায়দুল্লাহকে সেখানে ডেকে আনার পর
গুদাম ঘর থেকে ২৮৪ বস্তা ড্যাপ, ৪৯ বস্তা এমওপি, ৩৮ বস্তা টিএসপি ও ১৪ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
পরে সেখানে মোবাইল কোট বসিয়ে অবৈধভাবে সার মজুদ করে রাখা এবং বেশি দামে সার বিক্রি করার দায়ে ব্যবসায়ীর নিকট থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।