গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজেদুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা।
এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যসহ রােডস এন্ড হাইওয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের পাশে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। মেহেরপুর-কুষ্টিয়া সড়ক নির্মাণ কাজ চলমান।
সড়কের পাশে অবৈধ স্থাপনার কারণে সড়ক নির্মাণ কাজের ব্যহৃত হচ্ছে। সড়কের পাশের জমি যেহেতু রােডস এন্ড হাইওয়ের। রােডস এন্ড হাইওয়ের জমি উদ্ধারের মাধ্যমে সড়ক নির্মাণ কাজের অগ্রগতি হবে।