মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রকল্পের কার্যক্রম চলমান রাখার দাবিতে মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মেহেরপুর জেলা কৃষক দলের উদ্যোগে মঙ্গলবার মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়।
মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করা হয় ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবলু, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ আজিজুল হক, গাংনী পৌর কৃষকদলের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মিরাজ উদ্দিন প্রমুখ পরে জেলা প্রশাসক বরাবর একটি শারীরিক লিপি প্রদান করা হয়।