মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে নির্ধারিত দামের চেয়ে অধিক মুল্যে সার বিক্রী করার অভিযোগে ২ প্রতিষ্ঠান মালিকের ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর বড়বাজার গিয়াস উদ্দিন এন্ড সন্স নামক বিসিআইসি সারের ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রয় করা ও ভাউচার প্রদান না করার। উক্ত প্রতিষ্ঠানে তদারকিকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সার বিক্রয়ের স্টক রেজিস্টার ও ভাউচার যাচাই করে সারের গড়মিল পাওয়া যায়।
এছাড়া ১ হাজার ৫০ টাকার ডিএপি সার ১ হাজার ৭৫০ টাকা অর্থাৎ বস্তা প্রতি ৭০০ টাকা বেশি দামে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। সেই সাথে টি এস পি সহ অন্যান্য সারও সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০-৭০০ টাকা বেশি দামে বিক্রয় করা হচ্ছে।
অতিরিক্ত দামে সার বিক্রয় করে ভাউচার প্রদান না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: সাঈদ আহম্মেদকে আইনের ৪০ ও ৪৫ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এর আগে সদর উপজেলার বামনপাড়ায় অপর একটি সারের দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতায় করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো: আশিক রাব্বি, মো: তামিম খান এবং মেহেরপুর জেলা পুলিশের একটি দল।