মেহেরপুর নিউজ:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া আফিস ক্রিকেট টুর্নামেন্টে এক ম্যাচ বাকি থাকতে ফাইনাল নিশ্চিত করেছে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় দল।
সোমবার সকালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২য় খেলায় ১১৬ রানের পাহাড় সমান ব্যবধানে রায়পুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ২০ ওভারে ৮ হারিয়ে ১৯৯ রানের পাহাড় গড়ে তোলে। দলের পক্ষে সাইফ ৪৬, বাপ্পি ৩৯ রান করেন।
রায়পুরের পক্ষে মাহি তিনটি উইকেট লাভ করেন। পাহাড় সমান রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করার লক্ষে ব্যাট করতে নেমে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় জোড়পুকুরিয়ার সাইফ এর বিধ্বংসী বোলিং মুখে ১৩.৩ ওভারে মাত্র ৮৩ রান করে সবাই আউট হয়ে যায়।দলের পক্ষে মাসফি সর্বোচ্চ ৩১ রান করেন। জোড়পুকুরিয়ার সাইফ ৪ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ৫টি উইকেট লাভ করেন।