মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সরকারি কলেজে শিক্ষার মানোন্নয়নে “ছাত্র-শিক্ষক ভাবনা বিষয়ক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নে “ছাত্র-শিক্ষক ভাবনা বিষয়ক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম. নজরুল কবীরের সভাপতিত্বে সহকারী অধ্যাপক বশির আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক খেজমত আলি মালিথা,সহযোগী অধ্যাপক ফুয়াদ খান,সহযোগী অধ্যাপক তরিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক এনামুল হক, সহকারী অধ্যাপক মুন্সি এ এইচ এম রাশিদুল হক,সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম, শামিমা নাসরিন, শিক্ষার্থী অর্পণ, পূর্ণিমা, মোহাম্মদ নীরব হোসেন, মোসাম্মৎ সাইদা খাতুন, অনিক হাসান,আনিসুর রহমান, মুজাহিদ ,ইসতিয়াক,মানিক প্রমূখ।
“ছাত্র-শিক্ষক ভাবনা বিষয়ক” মত বিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়, কলেজে লেখাপড়ার পাশাপাশি ধারাবাহিকভাবে খেলা খেলাধুল, ক্যান্টিন চালু করা, প্রস্তাবনা দেওয়া হয় শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করার, কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক দলের পোষ্টার না টাঙানো, ক্লাসে মোবাইল ফোন নিষিদ্ধ করা, হোম ভিজিটের ব্যবস্থা করা, নিরাপত্তামূলক ব্যবস্হা জোরদার করা, ক্লাশ ফাঁকি না দেওয়সসহ ল্যাংগুয়েজ ক্লাব গঠন করা, একই সাথে শিক্ষকদের বক্তব্যে উঠে আসে লেখাপড়ার মান উন্নয়নসহ কলেজ সরকারি কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে স্কুল শিক্ষকদের সাথে মতবিনিময় করা, ৩ মাস পরপর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করা সহ লেখাপড়ার ব্যাপারে শিক্ষার্থীদের উচ্চবিলাসী স্বপ্ন দেখার ব্যবস্থা এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করার।