ড. মুহাম্মদ বেলায়েত হুসাইন-
হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রসূলাল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন মদিনার একটি খেজুর বাগান দিয়ে যাচ্ছিলেন, সেখানে তিনি দুই ব্যক্তির আহাজারি শুনতে পেলেন। তখন তাদেরকে কবরে শাস্তি দেয়া হচ্ছিল। প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘এ (ব্যক্তি) দু’জনকে বড় কোনো কারণে আযাব দেয়া হচ্ছে না; অবশ্য এগুলো কবিরা গোনাহ। তাদের একজন পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না; আর অন্যজন চোগলখোরী করে বেড়াত।’(বুখারী, মুসলিম)
শরী‘আতের পরিভাষায় চোগলখোরী হচ্ছে, ফেতনা-ফাসাদ ও অসন্তুষ্টি সৃষ্টির লক্ষে একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়ানো।
অর্থাৎ অন্যের কাছে নিজেকে ভাল করে তুলতে বা নিজের অবস্থান পাকাপোক্ত করতে বা দুনিয়াবী সুযোগ-সুবিধা লাভে কিংবা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে অপরের দোষ এজন্য বর্ণনা করা যেন শ্রোতা তার ক্ষতি করে। ক্ষতি যদি হয়েই যায় তাহলে বর্ণনাকারী বেশ খুশি হয় যে, বেশ ভালো হয়েছে, তার কষ্ট হয়েছে। বর্ণনাকৃত দোষটি বাস্তবেই ওই ব্যক্তির মাঝে পাওয়া যাক বা না যাক; শ্রবণকারী যেন কষ্ট দেয় এটাই উদ্দেশ্য।
সায়েখুল ইসলাম আল্লামা মুফতী তাকী উসমানী দামাত বারাকাতুহুম বলেন, এটা গীবতের চেয়েও মারাত্মক। কারণ গীবতের মধ্যে খারাপ নিয়ত থাকে না। যার দোষ চর্চা করা হয় তার অনিষ্ট সাধনের নিয়ত থাকে না। পক্ষান্তরে চোগলখোরের মাঝে খারাপ নিয়ত থাকে। যার দোষ চর্চা করা হচ্ছে তার ক্ষতিসাধনের নিয়ত থাকে। সুতরাং এটি দুটি গুনাহের সমষ্টি। একটি হলো, গীবত। দ্বিতীয়টি হল, মুসলমান ভাইকে কষ্ট দেওয়ার নিয়ত। (ইসলাম আওর হামারী যিন্দেগী)
ইমাম গাযযালী রহমাতুল্লাহি আলাইহি ‘এহয়াউল উলুম’ এ লিখেছেন, কারো গোপন কথা বা তথ্য ফাঁস করে দেওয়াও চোগলখোরীর অন্তর্ভুক্ত। যেমন কারো এমন কিছু কথা আছে অথবা এমন কোন বিষয় আছে, ভালো কিংবা মন্দ; যার প্রকাশ সে চায় না। অথচ আপনি বলে বেড়ালেন, ‘অমুকের এই এই সম্পদ আছে’। তাহলে এটাও চোগলখোরী। যা সম্পূর্ণ হারাম।
অথবা কেউ কোনো পারিবারিক পরিকল্পনা করেছে। তুমি কোনোভাবে সেটা জেনে ফেলেছো। আর তা বলে বেড়াচ্ছো তাহলে এটাও চোগলখোরীর শামিল হবে। অনুরূপভাবে কারো গোপন তথ্য প্রকাশ করে দেওয়াও চোগলখোরীর অন্তর্ভুক্ত। হাদীস শরীফে এসেছে, অর্থাৎ মজলিসের কথাবার্তা আমানত।
যেমন, কেউ আপনাকে বিশ্বস্ত ভেবে মজলিসে আপনার সামনে আলোচনা করল তাহলে এটা আমানত। আপনি যদি অন্যের কাছে বলে দেন তাহলে আমানতের খেয়ানত হবে এবং এটাও চোগলখোরী হবে।
পবিত্র কুরআনে কারীমায় মহান আল্লাহ তা’য়ালা বলেন, ‘এবং অনুসরণ করো না তার; যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত। পশ্চাতে নিন্দাকারী; যে একের কথা অপরের কাছে লাগিয়ে বেড়ায়।’(সুরা ক্বালাম; ১০-১১)
রসূলাল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের দলভুক্ত হিসেবে ঐ ব্যক্তিকে দেখতে পাবে; যে ছিল দু’মুখো- যে এক জনের কাছে এক কথা আরেক জনের কাছে আরেক কথা নিয়ে হাজির হত।’(মুসলিম)
ইমাম গাযযালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, চোগলখোর যাদুকরের এবং শয়তানের অপকার থেকে মারাত্বক। কেননা যাদুকর যা এক সপ্তাহে করতে পারে চোগলখোর তা এক পলকেই করে ফেলে। শয়তান ধোকা ও প্রতারণার দ্বারা যা করে চোগলখোর তা সামনা-সামনি ও প্রত্যক্ষভাবে করে।
চোগলখোরীর কুফল মারাক্তক। চোগলখোরীর কারণে চোগলখোর সকলের আস্থা হারায় এবং লাঞ্ছিত ও ধিকৃত হয়। কেউ তার উপর ভরসা রাখতে পারে না, কারণ সকলেই মনে করে সে যেমন আজকে আপরের দোষ আমার কাছে বলছে অন্য সময় আমার দোষ অন্যত্রে বলবে।
হযরত হাসান বছরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে লোক তোমার কাছে অন্যের দোষ বলবে, তুমি বুঝে নেবে যে, সে অবশ্যই তোমার দোষও অন্যের কাছে বলবে। এজন্যই অন্যের দোষ বর্ণনাকারীকে কখনো বিশ্বাস করো না। একব্যক্তি ওমর বিন আবদুল আজিজের সামনে কারো গীবত করলে তিনি বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে ‘ইন জাআকুম ফাসেকুম মিন নাবাইন ফা তাবাইয়্যানু’ (যদি কোন ফাসেক তোমাদের কাছে কোন কথা বলে তাহলে তার সত্যতা যাচাই করে নাও) আয়াতটি তোমার ওপর প্রযোজ্য। আর যদি সত্যবাদী হও তাহলে ‘হাম্মাযিন মাশশায়িম বি নামীম’’ (বিদ্রূপকারী মারাত্বক চোগলখোর অর্থাৎ কোন অবস্থায়ই তোমার কথা গ্রহণযোগ্য নয়) আয়াতটি তোমার উপর প্রযোজ্য।
আবু আবদুল্লাহ কুরাইশী রহমাতুল্লাহি আলাইহি বলেন, একটি লোক জনৈক আলিমের নিকট সাতটি বিষয়ে জানার জন্য দীর্ঘ পথ হেঁটে এসে তাঁর কাছে জিজ্ঞেস করলেন: (১) কোন বস্তু আকাশ থেকেও ভারী? (২) যমিন থেকেও প্রশস্ত? (৩) পাথর থেকেও কঠিন? (৪) অগ্নি অপেক্ষাও দহনশীল (৫) জামহারীর পাথর থেকেও বেশী ঠান্ডা? (৬) সাগর থেকেও গভীরতর? (৭) ইয়াতীম হতেও দুর্বল ।
আবু আবদুল্লাহ কুরাইশী রহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন: (১) পুতপবিত্র চরিত্রবান লোককে কলঙ্ক লেপন করা আসমান থেকেও ভারী। (২) সত্য যমিন থেকেও বেশি প্রশস্ত। (৩) কাফেরের অন্তর পাথর থেকেও কঠিন। (৪) লোভ-লালসা আগুন থেকেও অধিক দদ্ধকারী। (৫) কোন নিকট আত্বীয়দের কাছে কোন প্রয়োজন নিয়ে যাওয়া জামহারীর পাথর থেকেও হিম-শীতল। (৬) স্বল্পে তুষ্ট লোকের হৃদয় সাগর থেকেও গভীরতর। (৭) চোগলখোরী প্রকাশ পেয়ে যাওয়া চোগলখোরের জন্য ইয়াতীমদের চেয়েও দুর্বলতা ডেকে আনে।(সংগৃহীত)
চোগলখোরীর পরিনাম ভয়াবহ। আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেছেন, ‘চোগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।’ (বুখারী, মুসলিম)
আল্লাহই সর্বজ্ঞ।
মহান আল্লাহ তা’য়ালা আমাদেরকে চোগলখোরীর মত লাগামহীন এই গুনাহর ভয়াবহতা ও কদর্যতা উপলব্ধি করে এ থেকে বাঁচার উপায়সমূহের উপর আমল করার তৌফিক দান করুন।
(আমিন)
সংকলকঃ লেখক ও গবেষক।