মেহেরপুর নিউজ:
৮ কেজি গাঁজা উদ্ধারের মাত্র দুই ঘন্টা ব্যবধানে মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজা ১৭ বোতল ফেনসিডিলসহ প্রায় আড়াই লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী জয়নাল আবেদিনকে আটক করেছে।
বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ন-পাড়া গ্রামে অভিযান চালিয়ে জয়নালকে আটক এবং গাঁজা পেন্সিডিল এবং টাকা উদ্ধার করা হয়। আটক জয়নাল নপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আটিলারী রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন এবং মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া ভোমরদা সড়কে যৌথ অভিযান চালিয়ে ফেরার পথে।
আবারো গোপন সূত্রে খবর পেয়ে ন-পাড়া গ্রামের জয়নাল আবেদীনের বাড়ি অভিযান চালান। এসময় জয়নাল আবেদীনের বাড়ি থেকে ১৪ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল এবং নগদ ২ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করেন। এ সময় মাদক ব্যবসায়ী জয়নাল আবেদিন আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।