মেহেরপুর নিউজ:
ঢাকে বাড়ি দেওয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের সবচেয়ে বড় আনন্দ আয়োজন শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। মেহেরপুর জেলার ৩ টি উপজেলায় এবার মোট ৩৮ টি পূজা মন্ডপ তৈরি হয়েছে।
মেহেরপুর শহর সহ সদর উপজেলার ১৪ টি, মুজিবনগর উপজেলার ৭টি এবং গাংনী উপজেলায় ১৭টি মণ্ডপ তৈরি হয়েছে। জেলা এবার যেসকল মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হল মেহেরপুর শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির,নায়েববাড়ি পূজা মন্দির,শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্ডপ,মালোপাড়া বকুলতলা মন্দির,হরিজন বালক পূজা মন্দির, গোভীপুর রায়পাড়া পূজা মন্ডপ, গোভীবুর দাসপাড়া পূজা মন্ডপ, শ্রী শ্রী রাধা মাধব মন্দির, আমঝুপি রাধেশ্যাম মন্দির, বাড়াদী শ্রী শ্রী রাম মন্দির,বামনপাড়া সার্বজনীন কালী মন্দির, পিরোজপুর দুর্গা মন্দির, পিরোজপুর কালীমাতা দাসপাড়া মন্দির, পিরোজপুর শ্রী শ্রী দূর্গা মন্দির, মহাজনপুর সার্বজনীন দুর্গা মন্দির, বাবুপুর সর্বদলীয় দুর্গা মন্দির, কোমরপুর সার্বজনীন দুর্গা মন্দির, মোনাখালী পূজা মন্ডপ, রতনপুর দাসপাড়া পূজা মন্ডপ, বল্লবপুর পূজা মন্ডপ, দারিয়াপুর ও খানপুর শ্রী শ্রী কালী মাতা মন্দির, গাংনী কেন্দ্রীয় মন্দির, গাংনী রাম মন্দির, চৌগাছা দাস পাড়া কালী মন্দির, আমতলী দাসপাড়া কালীমন্দির, বামুন্দি কোলপাড় কালী মন্দির, বেদবেরিয়া দাসপাড়া কালী মন্দির, মটমুড়া হালদারপাড়া কালীমন্দির, ভোমরদাহ দাসপাড়া কালী মন্দির, হিজলবাড়িয়া দাসপাড়া মন্দির, মোহাম্মদপুর দাসপাড়া কালীমন্দির, গাড়াডোব দাসপাড়া কালীমন্দির, রায়পুর দাসপাড়া কালীমন্দির, শিমুলতলা দাসপাড়া কালী মন্দির, ভোলাডাঙ্গা দাসপাড়া কালীমন্দির, ষোলটাকা দাসপাড়া কালী মন্দির, বাওট দাসপাড়া কালীমন্দির এবং চাঁদপুর দাসপাড়া কালী মন্দির।