মেহেরপুর নিউজ:
কাব স্কাউট এর জন্য নিবেদিত প্রাণ মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া আশ্রয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুরা খাতুন মেহেরপুর জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক মনোনীত হয়েছেন। মেহেরপুর শহরের ক্যাশব পাড়ার খন্দকার মিয়ারুল ইসলাম লাভলুর স্ত্রী।
মনজুরা খাতুন ১৯৯১ সালে মহেশপুর আলহাজ্ব মফিজ উদ্দিন বিএল একাডেমী রুলি স্কুল থেকে এসএসসি, ১৯৯৩ সালে মেহেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৫ সালে ডিগ্রী পাস করার পর ২০০১ সালে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। এরপর পর্যায়ক্রমে উজ্জলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শোলমারী সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয়ে নিষ্ঠার সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করার পর তেরঘরিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
মনজুরা খাতুন ২০১০ সালে বিদ্যালয়ের কাব ইউনিট লিডার হিসাবে কাব স্কাউটের দায়িত্ব পালন শুরু করেন। তিনি বর্তমানে সদর উপজেলা স্কাউটস এর নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ছেলে খন্দকার তৌফিকুল ইসলাম লিখন ও মরিয়ম সিদ্দিকি লাবনীর গর্ভধারিনী মঞ্জুরা খাতুন ২০১০ সাল থেকে নিষ্ঠার সাথে কাব স্কাউটের দায়িত্ব পালন করায় চলতি সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে মনোনীত হন। মনজুরা খাতুন সকলের জাছে দোয়া কামনা করেছেন।